ইনসাইড গ্রাউন্ড

আইপিএল খেলতে না পারায় মন খারাপ তাসকিনের


প্রকাশ: 03/01/2024


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে আইপিএল খেলার অনুমতি দেয়নি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টটি খেলতে না পেরে আফসোস করছেন তাসকিন।

আগামী বছরের ২৯ মার্চ থেকে মাঠে গড়াবে ১৭তম আইপিএল। এই আসরে খেলার জন্য নিলামে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম এসেছিল। তবে তাসকিন ও শরিফুলকে অনুমতি না দেওয়ায় তারা খেলতে পারবেন না। আর মুস্তাফিজ অনুমতি পাওয়ায় তাকে তাকে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

অনুমতি না পেয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেছেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো। এতে একটু খারাপ লাগে। কারণ খেলোয়াড় হিসেবে সকলেরই ইচ্ছা থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার। আমারও আশা ছিল। সেজন্য শুধু আইপিএল নয়, বিভিন্ন লিগ থেকেই অফার পাই।’

তাসকিন আরও বলেছেন, ‘বিভিন্ন কারণে বোর্ড ছাড়পত্র দিতে চায় না। এর মধ্যে জাতীয় দলের খেলা থাকে, ইনজুরির বিষয়ও থাকে। এবার হয়নি, তবে আশা নিয়ে আছি ভবিষ্যতে হবে। আইপিএলে খেলার জন্য বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছিল বিবেচনায় রাখবে। এ ধরনের লিগগুলো মিস করতে ভালো লাগে না।’

এর আগে তাসকিনকে অনুমতি না দেওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'কারণটা ইনজুরি। তাসকিন এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট। আমাদের এই দুইজন (তাসকিন-শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। শরিফুল ফিট থাকলেও তার ইনজুরির প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭