ইনসাইড গ্রাউন্ড

নারী ফুটবলাররা বেতন না পেলেও বাফুফে কর্তারা ঠিকই পাচ্ছেন


প্রকাশ: 03/01/2024


Thumbnail

গত দুই মাসের বেতন এখনো পাননি বাংলাদেশ নারী ফুটবল দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা। অথচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেতনভুক্ত কর্মকর্তারা ঠিকই বেতন পাচ্ছেন।

গত ১৬ আগস্ট ৩১ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। চুক্তি অনুযায়ী সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার কথা সাবিনা-মারিয়াদের। তবে গত দুই মাসে তাদের পকেটে ঢোকেনি কোনো টাকা।

অথচ ফেডারেশনের বেতনভুক্ত কর্মকর্তারা মাস শেষ হওয়ার আগেই পেয়ে গেছেন তাদের ডিসেম্বর মাসের বেতন।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘মেয়েরা আমাদের চেয়ে এক মাস পিছিয়ে রয়েছে। জানুয়ারির মধ্যে এটা হালনাগাদ হয়ে যাবে আশা করছি।’

শুধু বেতনই নয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জিতেও ম্যাচ ফি ছাড়াই ছুটিতে গিয়েছিলেন নারী ফুটবলাররা। এরপর তারা অক্টোবর মাসের বেতন পেয়েছিলেন। ১৫ দিনের ছুটি কাটিয়ে সাবিনারা ইতোমধ্যে অনুশীলনে ঘাম ঝরালেও এখনো তাদের সে অর্থ পরিশোধ করা হয়নি।

তুষার বলেন, ‘সিঙ্গাপুরের ম্যাচ ফি (যারা খেলেছেন ম্যাচ প্রতি ১০ হাজার আর বেঞ্চে থাকা ফুটবলারদের ৫ হাজার) তারা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাবে।’

গত আগস্টে চুক্তিবদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পেয়েছে সাবিনারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭