ইনসাইড গ্রাউন্ড

বাফুফের নিষেধাজ্ঞা থেকে মুক্ত বিকেএসপি


প্রকাশ: 03/01/2024


Thumbnail

তিনিও এক বছর নিষিদ্ধ হয়েছিলেন। অবৈধভাবে খেলার কারণে যে চার খেলোয়াড় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন, সেটিও তুলে নেওয়া হয়নি। তা ছাড়া দ্বিতীয় বিভাগ লিগ থেকেও বিকেএসপিকে বাদ দেওয়া হয়। পরে তাদের ছাড়াই শেষ হয়েছে লিগ।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির দাবি ছিল, খেলোয়াড় ও কোচের অন্যায়ের কারণে প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি এত বড় শাস্তি পেতে পারে না। সেটি আমলে নিয়ে মঙ্গলবার আপিল কমিটি এক বছরের এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

তৃতীয় বিভাগ ফুটবল লিগে একটি দলের হয়ে বিকেএসপির তিন খেলোয়াড় নিজেদের নাম বদলে ভিন্ন নামে খেলেছিলেন। সেই দলের কোচের দায়িত্বেও ছিলেন বিকেএসপির কোচরা।

পরে দ্বিতীয় বিভাগ লিগে বিকেএসপির হয়েই অবৈধভাবে খেলেন আরো একজন ফুটবলার। তারই শাস্তি পেয়েছিলেন অভিযুক্তরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭