ইনসাইড গ্রাউন্ড

দল বদলের বাজারে দাম কমেছে নেইমারের


প্রকাশ: 03/01/2024


Thumbnail

নেইমারের জন্য বলতে হবে হতাশার একটি বছরই পার করলেন তিনি। পুরো মৌসুম সুস্থ্য হয়ে খেলতেই পারলেন না। অবশেষে গুরুতর চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরেই চলে গেলেন। আর এই ইনজুরিই কাল হলো নেইমারের। চোটে জর্জরিত থাকা ব্রাজিলিয়ান তারকার বাজার মূল্য কমেছে অনেক।

ট্রান্সফার মার্কেটে প্রকাশিত বাজার মূল্য কমার তালিকা শীর্ষ আটে রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। ৩০ মিলিয়ন ইউরো কমে নেইমারের বর্তমান দাম নেমেছে ৪৫ মিলিয়ন ইউরোতে।

শুরু হয়েছে ২০২৪ শীতকালীন দলবদল মৌসুম। এখন সবাই নজর রাখছেন ট্রান্সফার মার্কেটের দিকে। বড় তারকারা কে কোথায় যাচ্ছেন, কার দাম বাড়লো আর কার দাম কমলো, সে বিষয়ের প্রতি আগ্রহ সবার।

তবে এবারের দাম কমার তালিকায় হতাশ করবে নেইমার ভক্তদের। দলবদলের বাজারে দাম কমা শীর্ষ দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট। এ তালিকায় ৮ নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার।

২০২৩ সালটা নেইমারের জন্য ছিলো হতাশার। গেলো বছর মার্চে পিএসজির হয়ে চোটে পড়েন তিনি। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এরপর অবশ্য মোটা অংকের অর্থ প্রস্তাবে পাড়ি জমান সৌদি ক্লাব আল হিলালে। সেখানেও বেশি একটা ম্যাচ খেলতে পারেননি নেইমার। মাত্র পাঁচ ম্যাচ মাঠে নেমেই থামতে হয়েছে তাকে। অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় আবারও ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। ভেস্তে যায় তার কোপা আমেরিকা খেলার স্বপ্ন।

এমন হতাশার একটা মৌসুম কাটানোর পর, নেইমারের দামেও আসে বিস্তর পরিবর্তন। ২০২৩ সালে নেইমারের দাম কমেছে ৩০ মিলিয়ন ইউরো। ট্রান্সফার মার্কেটে নেইমারের দাম বর্তমানে নেমেছে ৪৫ মিলিয়ন ইউরোতে।

ট্রান্সফার মার্কেটে প্রকাশিত দাম কমার তালিকায় শীর্ষে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা। নেইমারের চেয়ে ১০ মিলিয়ন বেশি ইউরো কমেছে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনির দাম। আয়াক্স থেকে তাকে ৯৫ মিলিয়ন ইউরোতে কিনে রেড ডেভিল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। চলতি মৌসুমে ২১ ম্যাচ মাঠে নেমে কোনো গোল পাননি অ্যান্টনি। নেইমারের সমান ৪০ মিলিয়ন ইউরো কমেছে তার। বর্তমানে তার দাম ৩৫ মিলিয়ন ইউরো।

অ্যান্টনি পর তালিকার পরের অবস্থানটি সাদিও মানের। বায়ার্ন মিউনিখে খারাপ সময় কাটানোর পর সৌদি ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছিলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই ফরোয়ার্ড। তবুও গেল বছর ৪০ মিলিয়ন ইউরো কমে বর্তমান মূল্য নেমেছে ২০ মিলিয়ন ইউরোতে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭