ইনসাইড বাংলাদেশ

কোন্দল ঠেকাতে কঠোর হচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/03/2018


Thumbnail

দলের কোন্দল ঠেকাতে আজ কঠোর বার্তা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন এবং বৃহস্পতিবার একযোগে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। দলের সভাপতির নিজস্ব টিমের অনুসন্ধানে দেখা গেছে, বিরোধী পক্ষের জনপ্রিয়তা নয় বরং দলের অভ্যন্তরীণ কোন্দলই আওয়ামী লীগের ভরাডুবির কারণ। আওয়ামী লীগ সভাপতির কাছে আসা মাঠ পর্যায়ের রিপোর্টে দলীয় কোন্দলের ‘ভয়াবহ’ চিত্র উঠে এসেছে। নির্বাচনের মাত্র নয় মাস আগে এই চিত্র উদ্বেগজনক। আর একারণেই দলের সভাপতি শেখ হাসিনা দলীয় কোন্দলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

আজ অনুষ্ঠেয় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে, এব্যাপারে তিনি সুস্পষ্ট দিক নির্দেশনা দেবেন। বিভিন্ন স্থানে দলীয় কোন্দল সৃষ্টির হোতাদের চিহ্নিত করার নির্দেশও দেবেন আওয়ামী লীগ সভাপতি।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭