কালার ইনসাইড

নতুন বছরে একই মঞ্চে তাহসান ও চিরকুট


প্রকাশ: 03/01/2024


Thumbnail

নতুন বছরের প্রথম দিনেই কনসার্টে অংশ নিয়েছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও ব্যান্ডদল চিরকুট। সোমবার (১ জানুয়ারি) বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্টে গান পরিবেশন করেছেন তারা।

একই সঙ্গে সিএমজি বাংলাদেশের চীনা রেডিও সম্প্রচারের ৫৫তম বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স, বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাং জিয়াও লিয়াং,

এছাড়াও জুমে বক্তব্য দিয়েছেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী প্রমুখ।

‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ প্রথমেই মঞ্চে ব্যান্ডদল চিরকুট।

চিরকুট ব্যান্ডদল ‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্টে’-এ প্রথমেই গান নিয়ে হাজির হয়। গানের মঞ্চে তারা নিজেদের ‘জাদুর শহর’, ‘কানামাছি’, ‘আহারে জীবন’, ‘লালে লাল’সহ কয়েকটি গান পরিবেশন করে। এ ছাড়া চীনা ভাষায় গান পরিবেশন করেন তারা।

চিরকুটের পরেই মঞ্চে আসেন তাহসান। তাহসান ভক্তদের অনুরোধে একটি চীনা গান পরিবেশন করেন। পাশাপাশি নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান তিনি। গানের ফাঁকে উপস্থিত চীনা নাগরিকদের কাছে জানতে চান তাদের ভাষায় কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানাবেন। চীনা নাগরিকরাও সেটি বলে দেন এবং তাহসান সেই ভাষায়ই তাদের শুভেচ্ছা জানান।

গান বিরতির মাঝে তাহসান বলেন, তার গান গাওয়ার দুটি কারণ রয়েছে। কারণ দুটি হলো- শ্রোতাদের হৃদয়ের ভেতরে ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে।

রাফসান সাববের উপস্থাপনায় সিএমজির পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন আফরিন মিম ও এ্যানি। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মাসুদ মিয়া এবং গৌরব সরকার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭