ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত


প্রকাশ: 03/01/2024


Thumbnail

আচরণবিধি ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলের ইসির দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন বাংলা ইনসাইডারকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে প্রার্থিতা ফেরত চেয়ে হাবিবুর রহমানের করা রিটের শুনানি শেষে বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হাবিবুর রহমান পবনের রিটের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, শাহ মঞ্জুরুল হক, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, আজহার উল্ল্যাহ ভূঁইয়া ও মো. আলী জিন্নাহ। 

আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন, ড. শাহজাহান সাজু, মো. খালেকুজ্জামান, ব্যারিস্টার মুহাম্মদ আনিছুজ্জামান ও মো. মোকাররম হোসেন সাকলাইন।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটানিং কর্মকর্তা ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ইসির উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭