কালার ইনসাইড

সিনেমাপ্রেমীদের জন্য ২০২৪ জুড়ে থাকছে ধামাকা


প্রকাশ: 04/01/2024


Thumbnail

বিনোদন জগতে ২০২৪ এই হলিউড, বলিউড কিংবা ঢালিউডে আসছে বিশ্ব মানের চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্ম। চলতি বছর জুড়ে দারুণ কিছু পরিবেশনার অভিজ্ঞতা পেতে চলেছেন বিশ্ব সিনেমাপ্রেমীরা। ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় সিনেমাগুলো আমূল পাল্টে দিতে পারে বাংলাদেশ সহ বিশ্ব চলচ্চিত্রের ধারা। একের পর এক সাফল্যের মধ্য দিয়ে চলছে সিনেমা, সিরিজের আয়ের রেকর্ড। ওটিটি প্লাটফর্ম থেকে শুরু করে সিনেপ্লেক্সেগুলোতে মুক্তির অপেক্ষমাণ হয়ে বক্স অফিস কাঁপাতে পারে সিনেমা ও সিরিজগুলো।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪-এ সিনেমাপ্রেমিদের জন্য কি কি থাকছে 

ঢালিউড: ঐতিহাসিক মাইলফলক বিস্তারে সমূহ সম্ভাবনাময় অপারেশন জ্যাকপট। মানুষের জীবনে জুয়া খেলার ক্ষতিকর প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠা মেহেদী হাসান পরিচালিত এই থ্রিলার ঘরানার সিনেমা “শেষ বাজি”। রিকুয়্যাল রিয়েল এস্টেটের ব্যানারে সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত চলচ্চিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৪ এর ১৯ জানুয়ারি।

ঢাকাই সিনেমার কিং শাকিব খানের নতুন বছরের চলচ্চিত্রগুলোর মধ্যে ‘দরদ’ সিনেমাটি এ পর্যন্ত মুক্তির সুস্পষ্ট তারিখ পেয়েছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষায়ও মুক্তি পাবে। সাথে সাথে আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত “রাজকুমার” ছবিটি মুক্তি পাবে ২০২৪-এর ঈদ-উল-ফিতরে। এছাড়াও প্রেক্ষাগৃহে ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় আছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’, দুই বাংলায় পরিচালিয় ২১ কোটি টাকা বাজেটের ছবিটি ২০২৪-এর বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুক্তি দেয়ার কথা রয়েছে, ।

এদিকে দেশের নাট্যাঙ্গনে আলোচিত কাজল আরেফিন অমি বছরের শুরুতে দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম ‘অসময়’। এবংকি ঢাকাই শোবিজের অন্যতম ব্যবসা-সফল অভিনেত্রী শাবনূর। ২০২৪ এই দর্শকদের উপহার দিবেন নির্মাতা আরাফাত পরিচালিত চলচ্চিত্র ‘রঙ্গনা’।

বলিউড: নতুন বছরকে কেন্দ্র করে বলিউডের সিনেমা কেমন ব্যবসা করবে তা নিয়ে আগে থেকে বলা না গেলেও কিছু জুটির কথা উল্লেখ করাই যায়। আসন্ন বছরে বেশ কিছু নতুন জুটি আশা দেখাচ্ছে। এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম।

শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি দর্শকদের প্রত্যাশা তুঙ্গে রেখে প্রথমবার জুটি বাধিয়েছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি কে। মেরি ক্রিসমাস’-এ শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।

প্রযোজক দীনেশ ভিজানের ‘আনটাইটেলড’ নতুন এই ছবির জুটিতে দেখা যাবে শাহিদ কাপুর-কৃতি শ্যাননকে। সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা। বলিউড সূত্রে খবর, ২০২৪-এই বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির প্রথম ছবি।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ সিনেমাটি ধামাকা নিয়ে আসছে ২০২৪ সালের শুরুতেই। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’।

এছাড়াও বলিউডে আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি আসতে চলেছে চলতি বছরে। ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে প্রথমবার জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।

এদিকে ২০২৪ সালেই বলিউডে অভিষেক হবেন অনেক স্টারকিডরা। খুব শিগগিরই বেশ কয়েকজন স্টারকিডকে দেখা যাবে রুপালি পর্দায়। বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান,সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর, অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগন, পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা থাদানিও বলিউডে পা রাখতে যাচ্ছেন, অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের ছেলে আহান পাণ্ডেকে দেখা যাবে রুপালি পর্দায়, এবং‘ইশক ভিশক’র রিমেক সিনেমা দিয়ে হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশান সহ অনেকেই অভিষেক হবেন বলিউডে।

হলিউড: হলিউড সিনেমাপ্রেমীদের জন্য ২০২৪ সালে জনপ্রিয় অনেক ফ্র্যাঞ্জাইজের প্রিক্যুয়েল, সিক্যুয়েল আর স্পিনঅফ পেতে যাচ্ছেন দর্শকেরা।

পরিচালক ডেনিস ভিলেনুভ এর ‘ডুন: পার্ট টু’ আসছে চলতি বছর। যাতে অভিনয় করেছেন টিমোথি শালামে, জেনডায়া, ফ্লোরেন্স পু, রেবেকা ফার্গুসন, হাভিয়ের বারদেম, জশ ব্রলিন, ক্রিস্টোফার ওয়াকেন মত অভিজ্ঞ অভিনয় শিল্পীরা। ‘ডুন: পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ এর ১ মার্চ।

ওয়েস বল পরিচালিত ‘কিংডম অভ দ্য প্ল্যানেট অভ দ্য এপস’ মুক্তি পাবে চলতি বছরের ২৪ মে। অভিনয় করেছেন ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, পিটার ম্যাকন, কেভিন ডুরান্ড সহ আরও অনেকেই। 

একই দিনে মুক্তি পেতে যাচ্ছে জর্জ মিলার এর নির্মাণকৃত ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’। যেখানে অভিনয় করেছেন অ্যানা টেইলর-জয়, ক্রিমস হেমসওর্থ, টম ব্রুক। 

অ্যানা দে আরমা, কিয়ানু রিভস, গ্যাব্রিয়েল বায়ার্ন অভিনয়ের সিনেমাটির পরিচালক লেন ওয়াইজম্যানের ‘ব্যালেরিনা’ মুক্তি পাবে ২০২৪ এর ৭ জুন,

আ কোয়ায়েট প্লেসের ‘ডে ওয়ান’ মুক্তি পাবে ২৮ জুন, ২০২৪ সালে। পরিচালক মাইকেল সারনোস্কির সিনেমাটিতে অভিনয় করেছেন লুপিতা নিয়ংয়ো, জোসেফ কুইন, অ্যালেক্স উলফ প্রমূখ। 

এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে পরিচালক শন লিভি এর ‘ডেডপুল ৩’ ও পরিচালক রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর ২’। ২০২৪ এর ২৬ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘ডেডপুল ৩’ তে অভিনয় করছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, মরিনা ব্যাকারিন, লেসলি উগামস এর মত তারকারা। অন্যদিকে একই বছরের ২২ নভেম্বর মুক্তি পাবে গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায় অভিনয় করেছেন পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন, কনি নিলসেন, পেদ্রো প্যাসকেল। 

ওটিটি প্ল্যাটফর্ম: ‘রানা নাইডু’ -এর পরবর্তী সিজন, নেটফ্লিক্স-এ সর্বাধিক দেখা ওয়েব সিরিজগুলির মধ্যে একটি, ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে৷ এই অ্যাকশন ক্রাইম ড্রামা সিরিজে অভিনয় করেছেন সুরভিন চাওলা, রানা দাগ্গুবাতি এবং ভেঙ্কটেশ। এটি ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। 

খুনের মামলা দিয়ে শুরু করা ক্রাইম থ্রিলার সিরিজ ‘গ্যারাহ-গ্যারাহ’। রাঘব জুয়াল এবং কৃতিকা কামরা অভিনিত ছবিটি ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে, তবে এর তারিখ ঘোষণা করা হয়নি।

নীরজ পান্ডের ‘খাকি’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনটি সাসপেন্স এবং রহস্য থাকবে বলে আশা করা হচ্ছে। পুলিশ যেভাবে আরেকটি বিপজ্জনক মামলার সমাধান করবে তা দর্শকদের জন্য আকর্ষণীয় হবে। ‘খাকি ২’-এর মুক্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে রিপোর্ট অনুসারে, এটি ২০২৪ সালের জুনে নেটফ্লিক্স-এ মুক্তি পেতে পারে।

‘সি’ গল্পের তৃতীয় সিজন ২০২৪ সালের অক্টোবরে নেটফ্লিক্স-এ আসতে পারে।‘

বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর ৩’-এর তৃতীয় সিজনের দেখা যাবে ক্রাইম থ্রিলার। সিরিজটি সম্ভবত ২০২৪ সালের নভেম্বরে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এবং এতে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, রসিকা দুগ্গাল এবং শ্বেতা ত্রিপাঠি অভিনয় করবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭