ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের নির্বাচনের মঞ্চে ক্রিকেটের অধিনায়কেরা


প্রকাশ: 04/01/2024


Thumbnail

একজন অধিনায়ককে অনেক বিচক্ষণ হতে হয়। যেকোনও পরিস্থিতি মোকাবেলা করার বুদ্ধি-জ্ঞান খুব ভালো থাকতে হয়। আচমকা কিছু পরিস্থিতি সামনে এসে সামনে দাঁড়ায় সেগুলোও খুব বিচক্ষণতার সাথে সামলাতে হয়। আর সবকিছু মিলিয়ে খেলার মাঠে তার সিদ্ধান্তের পর আর কোনও কথা চলে না। কোনও কোনও অধিনায়ক মাঠকে ছাড়িয়ে মাঠের বাইরেও তার নেতৃত্বের বিস্তার ঘটান।  

ক্রিকেট মাঠের অধিনায়ক রাজনীতির নেতৃত্ব দিয়েছেন এর উদাহরণ অনেক আছে। হাতের কাছে বলতে গেলে পাকিস্তানের ইমরান খান, শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এছাড়া ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনরা মাঠের বাইরে রাজনীতির ময়দানেও করেছেন রাজত্ব। বাংলাদেশেও এমন উদাহরণ আছে তিনজন। তারা হলেন নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।


নাইমুর রহমান দুর্জয়ঃ

নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। ক্যারিয়ার অবশ্য খুব বড় হয়নি। মাত্র ৮ টেস্ট আর ২৯ ওয়ানডে খেলতে পেরেছেন। খেলা ছাড়ার পর রাজনীতির মাঠেও পেয়েছেন কৃতিত্ব। ২০১৪ সালে মনোনয়ন পেয়েছিলেন মানিকগঞ্জ-১ আসনে। নির্বাচনে জিতে যান সেবার। ২০১৮ সালে পরের নির্বাচনেও একই আসন থেকেই জেতেন। তবে ২০২৪ সালের নির্বাচনে অবশ্য তিনি মনোনয়ন পাননি।


মাশরাফি বিন মর্তুজাঃ

মাশরাফিকে বলা হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। ক্রিকেটার মাশরাফিকে সবাই যে চোখে দেখেন অধিনায়ক মাশরাফিকে বোধহয় তার চেয়েও বড় চোখে দেখেন এদেশের ক্রিকেট প্রেমীরা। দেশে-বিদেশে তার দারুণ গ্রহণযোগ্যতা। কী না করেছেন ক্রিকেটার হিসেবে! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পেসার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৩৯০ উইকেট। অধিনায়ক হিসেবেও তিনি বাংলাদেশের সর্বকালের সেরা। ৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ৪৯ টিতে। ক্রিকেটে থাকা অবস্থাতেই নির্বাচন করেন ২০১৮ সালে। নড়াইল-২ আসন থেকে প্রার্থী হন। জিতেও যান বড় ব্যবধানে। দারুণ এই ক্রিকেটার পরে এমপি হিসেবেই অধিনায়কত্ব চালিয়ে যান ২০২০ সাল পর্যন্ত। এর মাঝে নেতৃত্ব দিয়েছেন ২০১৯ বিশ্বকাপেও। গতবারের মতো এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন একই আসনে।

সাকিব আল হাসানঃ

তিনি অলরাউন্ডারদের অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটে সম্মানের মুকুট তিনি পোক্তভাবে যোগ করেছেন। বাংলাদেশের ক্রিকেটের যুবরাজ বলা হয় তাকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার তার ক্রিকেট জীবনে সবই পেয়েছেন। ২০০৯ সাল থেকে নিয়মিতই থেকেছেন অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে। মোট খেলেছেন ৪৩০ ম্যাচ। রান করেছেন ১৪ হাজারের বেশি, উইকেট পেয়েছেন ৬৯০ টি। অধিনায়ক হিসেবেও দারুণ সফল তিনি। জয়ের রেকর্ড বেশ ভালো। সেই আত্মবিশ্বাস থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মাগুরা-১ আসন থেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭