ওয়ার্ল্ড ইনসাইড

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প


প্রকাশ: 04/01/2024


Thumbnail

পূর্ব এশিয়ায় দেশগুলোতে একের পর এক ভূমিকম্প হচ্ছে। জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর আজ আবারও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে গত ৩০ ডিসেম্বর দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। খবর সিনহুয়া নিউজের।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্যানটেনে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুকাবুমি রিজেন্সি থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ৬৩ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের মাত্র কম হওয়ায় সুনামির কোন আশঙ্কা নেই।  এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭