ইনসাইড গ্রাউন্ড

ফিফার বর্ষসেরা একাদশের তালিকায় মেসি-রোনালদো


প্রকাশ: 04/01/2024


Thumbnail

মেসি-রোনালদো দুজইনই ইউরোপের ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন। মেসি ইউরোপ ছেড়ে আমেরিকায় আর রোনালদো ভিড়েছেন সৌদিতে। শীর্ষ পর্যায়ের ক্লাব ছাড়লেও ফুটবল বিশ্বের এ দুই মহাতারকা মাঠে চমক দেখিয়েই যাচ্ছেন। মেসির হাত ধরে ইন্টার মায়ামি জিতেছে প্রথম শিরোপা। রোনালদো তো গত বছরের সর্বোচ্চ গোলদাতাই হয়েছেন।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের হয়ে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেসি-রোনালদো। তাই তো ফিফার বর্ষসেরা স্কোয়াডে মনোনয়ন পেয়েছেন দুজনই। ফিফপ্রোর বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য যে ২৩ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়েছে সেখানেই আছেন এই দুই মহাতারকা। এই তালিকায় আছেন গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি লিগের দল আল ইত্তিহাদে পাড়ি জমানো করিম বেনজেমাও।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ফুতবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। ২৮ হাজার পেশাদার ফুটবলারের ভোটের ভিত্তিতে আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা একাদশ।  

২৩ সদস্যের স্কোয়াডে আছেন ৩ গোলরক্ষক, ৬ ডিফেন্ডার এবং ৭জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড। তালিকায় সর্বোচ্চ ১০জন আছেন ইংলিশ লিগ থেকে। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৯জন। লা লিগার আছেন ৭জন। যাদের মধ্যে অলকায় গুণগান গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে ছিলেন।

দেশের হিসেবে সবচেয়ে বেশি ৪জন আছেন ইংল্যান্ডের। ব্রাজিল ও পর্তুগালের আছেন ৩জন করে।

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। এই সময়ে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন, শুধু এমন খেলোয়াড়দেরই তালিকার জন্য বিবেচনা করা হয়েছে।

২৩ সদস্যের স্কোয়াড-

গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্টিনেজ, থিবো কোর্তোয়া, এডারসন;

ডিফেন্ডারঃ ফন ডাইক, জন স্টোন্স, কাইল ওয়াকার, এদার মিলিতাও, রুবেন দিয়াস, রুডিগার।

মিডফিল্ডারঃ কেভিন ডি ব্রুইনা, রদ্রি, বের্নার্দো সিলভা, লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, ইলকায় গুন্দোয়ান।

ফরোয়ার্ডঃ করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভিনিসিউস জুনিয়র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭