ওয়ার্ল্ড ইনসাইড

ইরানে হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত নয়: ম্যাথিউ মিলার


প্রকাশ: 04/01/2024


Thumbnail

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরস্থানে আয়োজিত স্মরণ সভায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ জোড়া বিস্ফোরণ হামলার ঘটনায় স্মরণ সভায় উপস্থিত ৯৫ জন নিহত হয়েছে। 

চার বছর আগে এক মার্কিন হামলায় কাসেম সোলাইমানি নিহত হন। তবে বুধবার এ হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা ওয়াশিংটন প্রত্যাখান করেছে। এছাড়া ইসরায়েল জড়িত না থাকার বিষয়টিও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘এ হামলার পেছনে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় এবং এক্ষেত্রে ওয়াশিংটনের কোনো পরমর্শ দেওয়ার বিষয়টিও একেবারে হাস্যকর।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস করার কোন কারণ নেই যে, এ হামলার পেছনে ইসরায়েল জড়িত রয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭