ওয়ার্ল্ড ইনসাইড

মুকেশকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী আদানি


প্রকাশ: 05/01/2024


Thumbnail

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে ওঠে এসেছেন ভারতের বিজনেস ম্যাগনেট গৌতম আদানি। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ফের ভারত ও এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেলেন তিনি। শুক্রবার (৫ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

প্রতিবেদনে মতে, এই মুহূর্তে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লাখ ১১ হাজার ৫৮৪ কোটি রুপি। তার থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। গত বছর যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার হেরফের করার গুরুতর প্রতিবেদন প্রকাশ করে। তবে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন, হিন্ডেনবার্গের প্রতিবেদনের কোনো নতুন তদন্তের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের এমন রায়ের পরই আবারও ঘুরে দাঁড়ান গৌতম।  ধাক্কা সামলে নেওয়ার পর দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। তারই প্রতিফলন ধরা পড়ছে নতুন তালিকায়।

মাত্র একদিনের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার বেড়ে ৯৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে করে অপর শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এক নম্বরে চলে এসেছেন গৌতম আদানি। দ্বিতীয়স্থানে থাকা মুকেশের সম্পত্তির পরিমাণ হলো ৯৭ বিলিয়ন ডলার।

হিন্ডেনবার্গ সেই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের পর তা অস্বীকার করে আদানি গ্রুপ। কিন্তু তা সত্ত্বেও গত বছর একটা সময়ে গ্রুপটি তাদের ১৫০ বিলিয়ন ডলার হারায়। ওই সময় বিনিয়োগকারী, ঋণদাতা, ঋণ পরিশোধ ও নিয়ন্ত্রক ব্যবস্থাকে শান্ত করতে কয়েক মাস ব্যয় করে আদানি গ্রুপ।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট বাজার নিয়ন্ত্রককে তিন মাসের মধ্যে তাদের তদন্ত শেষ ও নতুন করে কোনো তদন্ত না করার নির্দেশ দেয়। এরপরই বেড়ে যায় আদানি গ্রুপের শেয়ারের মূল্য। আদালতের রায়ের পর এখন পর্যন্ত গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭