ইনসাইড পলিটিক্স

নিজের আসনেই ভোট দিতে পারবেন না জি এম কাদের


প্রকাশ: 06/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি ঢাকার ভোটার। ফলে এই আসনে ভোট দিতে পারবেন না।

নির্বাচনের দিন নিজ আসনে অবস্থান করায় ঢাকায় ভোট দিতে আসবেন না জি এম কাদের। 

শনিবার (৬ জানুয়ারি) জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক এই তথ্য জানান।

তিনি বলেন, জি এম কাদের ঢাকার ভোটার। কিন্তু আগামীকাল নির্বাচনের দিন তিনি রংপুরে অবস্থান করবেন। তাই ভোট দিতে পারবেন না।

আব্দুর রাজ্জাক জানান, পার্টির প্রার্থী হিসেবে জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন এবং রংপুর থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭