ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের টুইট


প্রকাশ: 06/01/2024


Thumbnail

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘দমনমূলক পরিবেশ’ সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার ক্লেমা ভুলে। শুক্রবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অ্যাকাউন্টে ক্লেমা এ ক্ষোভ প্রকাশ করেন।

ক্লেমা ভুলে জাতিসংঘের শান্তিপূর্ণ সভা সমাবেশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার। বাংলাদেশের নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে তিনটি এক্স পোস্টে করেছেন তিনি। এসব পোস্টে তিনি বিরোধিদের উপর দমন-পীড়ন ও সমাবেশে বাধা দেওয়ার বিষয় তুলে আনেন। 

ক্লেমন লিখেছেন, ‘রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমনপীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ 'দমনমূলক'। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি গতকাল তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, 'বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।'

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এক্স হ্যান্ডলে জাতিসংঘের এই কর্মকর্তা লেখেন, ‘নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭