ইনসাইড বাংলাদেশ

আমাদের সঙ্গে পারবে না, ২০-৩০ জন মার্ডার হবে: নদভী


প্রকাশ: 06/01/2024


Thumbnail

চট্টগ্রামের ভোটের আগে এবার সাতকানিয়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের শাসালেন চট্টগ্রাম-১৫ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। তিনি এসময় বলেন- তালিকা অনুযায়ী যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা মাঠে নেমে যাবেন এবং তাতে ২০ থেকে ৩০ টি খুন হবে। 

শনিবার (৬ জানুয়ারি ) সামাজিক-যোগাযোগ মাধ্যমে নদভীর এমন হুমকির ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে নদভীকে বলতে শোনা যায়, ‘এখন আমার কথা হলো যে- আপনারা সাত্তার সাহেব, শিবলী নোমান, ইউনুস সাহেব, আপনারা আমাকে ২টার মধ্যে একটা কথা বলেন, কালকে থেকে আমরাও কি মাঠে নেমে যাবো মারামারিতে? মাঠে নেমে যাবো কি-না? আমাদের সঙ্গে পারবে না, কিন্তু ২০ থেকে ৩০ জন মার্ডার হয়ে যাবে। করবো নাকি আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন’। 

তিনি বলেন, ‘আপনারা আসতেছেন সামরিক সচিব টেলিফোন করার পরে। সামরিক সচিব টেলিফোন করা মানে বুঝেন তো। আমাকে বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন, ডিসি সাহেব বলেছেন, ডিআইজি মিনা সাহেব বলেছেন- সামরিক সচিব কড়া অর্ডার দিয়েছে। এখন আপনারা কি করবেন না করবেন? এই যে তালিকা দিয়েছি, এই তালিকার যদি পুরো গ্রেফতার না করেন, তাহলে কালকে...’।

নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের প্রার্থীর এ বক্তব্য ছড়িয়ে পড়লে ওই এলাকায় তীব্র উত্তেজনা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছে। ভিডিও’র বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে চট্টগ্রামের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ এটি নদভীর স্ত্রীর ওপর হামলা হওয়ার পরের একটি পুরাতন ভিডিও , যাহোক আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, এই ধরনের ভিডিও আমার নজরে এখনও আসেনি।

এর আগে সাংসদ নদভীর গানম্যান মামুনের বিরুদ্ধে বৈধ অস্ত্রের প্রভাব দেখানোর অভিযোগ উঠলে মামুনকে প্রত্যাহার করা হয়। নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় সংঘর্ষে স্ত্রীসহ নিজের লোকজন আহত হওয়ার দাবী করে সংবাদ সম্মেলনও করেছিলেন নদভী।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর থেকে দোয়া নেন। এর পর থেকে সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগের নেতারা ঈগলের জন্য কাজ শুরু করেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭