ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা


প্রকাশ: 07/01/2024


Thumbnail

চট্টগ্রামে চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড়ে শরফত উল্লাহ পেট্রল পাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এলাকাটি চট্টগ্রাম-৮ আসনের সংসদীয় এলাকা।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ সড়কে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে লাঠি চার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ অলিগলিতে অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা টহল জোরদার করেছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, এ মুহূর্তে এলাকাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭