ইনসাইড বাংলাদেশ

আটক হলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র


প্রকাশ: 07/01/2024


Thumbnail

রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নিযাম উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের। শনিবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাগরপাড়া মহল্লা থেকে আটক করা হয় তাকে। বর্তমানে তিনি র‌্যাবের হেফাজতে রয়েছেন।

নিযাম উল আজিম রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টিসিবি কার্ড নিয়ে জিম্মি করছিলেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযান শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে। তদন্তে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭