ওয়ার্ল্ড ইনসাইড

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন


প্রকাশ: 07/01/2024


Thumbnail

আজ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এইদিন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। সারাদেশে ভোটারদের স্বাভাবিক উপস্থিতিতে ভোটগ্রহন চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম শেষে হবে বিকেল ৪টায়। এরপর ভোটগণনা শেষ করে জানানো হবে ফলাফল। 

বাংলাদেশের ভোট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের যথেষ্ট আগ্রহ ও দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান, আল জাজিরা, অ্যাসোসিয়েট প্রেস, টাইমস অব ইন্ডিয়া’সহ অন্যান্য গণমাধ্যমগুলো।  

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (AP)। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘সহিংসতা এবং বিরোধীদের নির্বাচন বয়কটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নির্বাচন : ভোটগ্রহণ শুরু হয়েছে।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তায় নির্বাচন শুরু হয়েছে বাংলাদেশে।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘বিরোধীদের নির্বাচন বর্জনের ম্যধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে।’

বিবিসির প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী দুদিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা গেছে সহিংসতা।

প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- ‘নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে : ১২ কোটি ভোটার বেছে নেবেন ২৯৯ জন সংসদ সদস্যকে।’

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৯৬৯ জন প্রার্থী। এদের মধ্যে ২৮টি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন এক হাজার ৫৩২ জন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৪৩৭ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৪২ হাজার কেন্দ্র। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হণ হচ্ছে। একজন প্রার্থী মারা যাওয়ায় একটি কেন্দ্রের নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭