ইনসাইড বাংলাদেশ

ফখরুলকে ছাড়া নেতাদের সঙ্গে শর্মিলার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে তিন নেতার সঙ্গে বৈঠক করলেন সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। গতকাল শনিবার রাতে গুলশানে বাসভবনে শর্মিলা বিএনপির তিন নেতাকে ডেকে পাঠান। এরা হলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং ড: আবদুল মঈন খান। রাত আটা থেকে সাড়ে নটা পর্যন্ত ওই তিন নেতা প্রয়াত কোকোর স্ত্রীর সাথে বৈঠক করেন। যদিও বৈঠক সম্পর্কে তিন নেতাই বলেছেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ। বহুদিন পর তিনি এসেছেন, এজন্য তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’

বৈঠকে বিএনপি মহাসচিবের না থাকা প্রসঙ্গে বৈঠকে উপস্থিত এক নেতা জানারেন ‘এটা কোনো বৈঠক না, তাছাড়া মহাসচিব শুক্রবারই ওনার সঙ্গে দেখা করেছেন।’ কিন্তু অন্য একটি সূত্র জানিয়েছে, কোকোর স্ত্রী তিন নেতাকে দলে আরও সক্রিয় হবার পরামর্শ দিয়েছেন। দলের মহাসচিব যেন একা সিদ্ধান্ত না নেন, সে ব্যাপারে দৃষ্টি দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র গুলো বলছে, শর্মিলা রহমান আন্দোলনের কি কি কর্মসূচি নেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছেন। আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তিন নেতার মনোভাব জানতে চেয়েছেন। তবে এসব ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত বা মতামত দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেছেন ‘যৌথ নেতৃত্বে দল পরিচালনার বার্তা দিয়েছেন শর্মিলা। এর ফলে মহাসচিব এখন একক কর্তৃত্ব দল চালাতে পারবেন না।’

 

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭