ইনসাইড বাংলাদেশ

ঢাকার ২০ টি আসনে এগিয়ে যারা


প্রকাশ: 07/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ৫৭ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এক নজরে দেখে নেওয়া যাক ঢাকার কোন আসনে কে এগিয়ে—

ঢাকা-১
১২৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান পেয়েছেন ১ লাখ ৬৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ২১ হাজার ৩২২ ভোট।

ঢাকা-২
এই আসনে ১২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মো. কামরুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের ডা. হাবিবুর রহমান পেয়েছেন ৫৭২৭ ভোট।

ঢাকা-৩ 
এ আসনে ২২৬টি কেন্দ্রের মধ্যে ৭৮টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকের নসরুল হামিদ পেয়েছেন ৭৬১৯৭ ভোট। লাঙল প্রতীকের মো. মনির সরকার পেয়েছেন ১৪৪৯ ভোট। 

ঢাকা-৪
এ আসনে ৭৭টির মধ্যে ৩৯টির ফলাফল এসেছে। এ আসনে এগিয়ে রয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেন। নৌকা প্রতীকের সানজিদা খানম পেয়েছেন ১০৬০৩ ভোট। 

ঢাকা-৫
১৩টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৩ হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা পেয়েছেন ৩ হাজার ১৭৩ ভোট।

ঢাকা-৬
৩০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন নৌকার প্রার্থী সাঈদ খোকন। তিনি মোট ২০ হাজার ১৩৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনার প্রতীকের মো. রবিউল আলম মজুমদার পেয়েছেন ৩১৬ ভোট।

ঢাকা-৮
৪০ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি পেয়েছেন ১৫৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. জুবের আলম খান পেয়েছেন ২৮৭ ভোট।

ঢাকা- ৯
১৩৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের কাজী আবুল খায়ের পেয়েছেন ৮৩৪ ভোট।

ঢাকা-১০ 
এ আসনে এখন পর্যন্ত ৭০ কেন্দ্রের ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ফেরদৌস আহমেদ পেয়েছেন ৩৯৬৫৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান ১৩৬৯।  

ঢাকা ১১ 
এ আসনে ১০০ কেন্দ্রের ফল হাতে এসেছে। এর মধ্যে নৌকা প্রতীকের মোহাম্মদ ওয়াকিল উদ্দিন পেয়েছেন ৪৮৫৫৫ ভোট আর লাঙল প্রতীকের শামীম আহমেদ পেয়েছেন ১৬৪৬ ভোট।

ঢাকা-১২
১২৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পেয়েছেন  ৮৩ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রার্থী খোরশেদ আলম খুশু ১৮৮৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৩
১৩০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ৮৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকত ফেডারেশনের কামরুল হাসান পেয়েছেন ১৪৭৬ ভোট।

ঢাকা-১৫
৫১ কেন্দ্রের ফলাফলে  আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদার ১৪ হাজার ৫৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। জাতীয় পার্টির শামসুল হক লাঙল প্রতীকে পেয়েছেন ৭৪৮ ভোট। 

ঢাকা-১৬
৫০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের ইলিয়াস আলী মোল্লা ২২ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন সালাউদ্দিন রবিন ২২০৮ ভোট পেয়েছেন।

ঢাকা-১৭
২৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আরাফাত পেয়েছেন ১০ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম বেলুন প্রতীকে পেয়েছেন ২৪০ ভোট।

ঢাকা-১৮
এ আসনে কেটলি প্রতীকের মো. খসরু চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৫৬২৪ ভোট। লাঙল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ২৪৫৭ ভোট।

ঢাকা-১৯
২৭ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪৮৯ ভোট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৫ হাজার ৯৯৯ ভোট।

ঢাকা-২০
৫৭ কেন্দ্রের ফলাফলে ২৮ হাজার ৯৮৭ ভোট পেয়ে এগিয়ে আছেন নৌকার প্রার্থী বেনজীর আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫৭০ ভোট।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭