ইনসাইড বাংলাদেশ

চতুর্থবারের মত সংসদ সদস্য হলেন হাছান মাহমুদ


প্রকাশ: 07/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মত সংসদ সদস্য হলেন হাছান মাহমুদ। এ নির্বাচনে তিনি তার পুরনো আসন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক (চট্টগ্রাম-৭) থেকে অংশগ্রহন করেন। 

এ আসন থেকেই চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

নির্বাচনে তিনি ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান। তিনি মোমবাতি মার্কায় নির্বাচন করে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।  

এছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙল) ২ হাজার ২০৬ , তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালি আঁশ) ১ হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) ১ হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৭ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০৩টি। সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ভিত্তিতে তাকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭