ইনসাইড বাংলাদেশ

আজ গণভবনে সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা


প্রকাশ: 08/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে দেশের ৭৪ জন সিনিয়র সাংবাদিককে গণভবনের প্রবেশের অনুমতিপত্র প্রেস উইং থেকে দায়িত্বরত সংস্থাকে দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।

পাশাপাশি এই অনুষ্ঠানটি কাভার করতে পিএমও সংযুক্ত মিডিয়া, টেলিভিশন ও রেডিওসহ ২৯ প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা ও ইংরেজি মিলে ১৯ প্রিন্ট মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭