ইনসাইড বাংলাদেশ

নীলফামারীর দুটি আসনে বিজয়ী নৌকা- একটিতে স্বতন্ত্র অপরটিতে বিদ্রোহী


প্রকাশ: 08/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের দুটিতে নৌকা, একটি স্বতন্ত্র ও অন্যটিতে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থীর বিজয় হয়েছে। এর মধ্যে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আবারও  আফতাব উদ্দিন সরকার (নৌকা), নীলফামারী-০২ (সদর) আসনে টানা ৫ম বারের মত আসাদুজ্জামান নূর (নৌকা), নীলফামারী-৩ (জলঢাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (কাচি) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আবারও বিজয় লাভ করে নৌকা প্রতীকের আফতাব উদ্দিন সরকার। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯০২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন (লাঙল) পান ২৪ হাজার ৬৬১। এছাড়াও জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী (নোঙর) পান ১৩ হাজার ২১৭ ভোট।

নীলফামারী-২ (সদর) আসনে টানা পঞ্চমবারের মত বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নুর। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৩৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (ট্রাক) পান ১৫ হাজার ৬৮৪ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহজাহান আলী চৌধুরী (লাঙল) পান ৩ হাজার ৮৪৩ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (কাচি)। তিনি ভোট পান ৩৯ হাজার ৩২১ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল) পান ২৫ হাজার ২০৫ ভোট। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (লাঙল) পান ১০ হাজার ২২৮ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে বিজয়ী হন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক (কাঁচি) । তিনি ভোট পান ৬৯ হাজার ৯১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন ট্রাক পান ৪৫ হাজার ৩০১। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (লাঙল) পান ৪১ হাজার ৩১৩ ভোট। 

প্রসঙ্গত, নীলফামারীর চারটি আসনের মধ্যে জাতীয় পার্টির সাথে সমাঝোতায় ২ ও ৩ নম্বর আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে আওয়ামীলীগ। কিন্তু নীলফামারী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রার্থী রানা মোহাম্মদ সোহেল স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়। নীলফামারী-৪ আসনেও বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের (কাঁচি) কাছে পরাজিত হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭