ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন ইস্যুতে বাইডেনকে রিপাবলিকানদের আল্টিমেটাম


প্রকাশ: 08/01/2024


Thumbnail

ইউক্রেন ইস্যুতে বাইডেনের অবস্থানের সুস্পষ্ট ব্যাক্ষা চেয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর রিপাবলিকান দলের সদস্যরা। বাইডেন প্রশাসন সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা না দিলে ইউক্রেনে অর্থ সহায়তা সংক্রান্ত কোনো বিল আর অনুমোদন করবে না বলে জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।

বাইডেন প্রশাসনের কাছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী এবং এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কীভাবে লাভবান হতে পারে তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতা ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন রোববার নিজেদের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলেন । 

মাইক জনসন বলেন, ‘কেন আমরা অর্থ দেবো? সেখানে (ইউক্রেন) আমাদের পরিকল্পনা কী? স্ট্র্যাটেজি কী? এই যুদ্ধের পরিণতি কী হবে? যুক্তরাষ্ট্রের সম্মানিত করদাতারা, যারা আমাদের এই অর্থনীতি সচল রাখছেন— তারা যদি অপচয়ের অভিযোগ তোলেন- আমরা কী জবাব দিবো।’

স্পিকার বলেন, ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে ব্যাপক চাপে রয়েছে। বর্তমানে ফেডারেল সরাকারের ঋণের বোঝা ঠেকেছে ৩৪ লাখ কোটি ডলারে। এই ‍ঋণ কীভাবে শোধ হবে, আমরা এখনও জানি না।’ 

কিনি বলেন, ‘সবকিছু একটা যৌক্তিক কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত এবং কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়। জনগণ, যাদের করের টাকায় এই দেশ চলছে— অবশ্যই তাদের কাছে আমাদের জবাব দিতে হবে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে সহযোগিতা দিয়ে আসছে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে ১ হাজার কোটি ডলারেরও বেশি অস্ত্র ও অর্থ সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরের মাঝামাঝি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান বাবদ অর্থ সহায়তা বরাদ্দের অনুমোদন চেয়ে কংগ্রেসে একটি বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন, কিন্তু এখনও সেটির অনুমোদন দেয়নি হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে হাউস স্পিকার বলেন, ‘এই যুদ্ধে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য কী— তা অবশ্যই হোয়াইট হাউসকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। কেবল তাহলেই আমরা বিলটি অনুমোদনের জন্য বিবেচনা করতে পারি।’

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অস্ত্র ও অর্থ সহায়তায় যুদ্ধের শুরুর দিকে সুবিধাজনক অবস্থায় থাকলেও বর্তমানে বেশ চাপে রয়েছে ইউক্রেন। ইতোমধ্যে দেশটির প্রায় এক চতুর্থাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে চলে গেছে।  এই পরিস্থিতিতে যুদ্ধ কতদিন চলবে তাও বলা যাচ্ছেনা। ফলে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ছে।  




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭