কালার ইনসাইড

ট্রলকারীদের চিত্রনায়িকা মাহির বার্তা


প্রকাশ: 08/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে শোচনীয় পরাজয়ের মুখ দেখেছেন এই নায়িকা। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হয়ে কিছুটা চাপা কষ্ট নিয়ে নির্বাচন শেষে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন এ তারকা।

রোববার (৭ জানুয়ারি) নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি মাহি। দিনভর ভোটগ্রহণ শেষে রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে এই নায়িকা পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।

এর আগে ভোটের মাঠে মাহিয়া মাহির সরব উপস্থিতির দেখা মিললেও, ভোটের ফলাফল প্রকাশের পর কোনো প্রতিক্রিয়া যায়নি তার। এমনকি রোববার (৭ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পরেও আর বের হননি।

এদিকে ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার পরাজয়ের পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও পেজে নানা চর্চা হচ্ছে। তাতে অভিনেত্রীকে নিয়ে নানা কথা হচ্ছে। এসব দৃষ্টি এড়ায়নি তার।

এ ব্যাপারে ‘অগ্নি’ খ্যাত নায়িকা বলেন, এসব নিয়ে নতুন করে কী আর বলব। অভ্যাস আছে।

বলতে পারেন ইউজড টু। আমার সঙ্গে নিয়মিত ট্রল হয়। তবে একটা কথা বলব, এভাবে মানুষকে নিয়ে ট্রল করা মোটেও ঠিক নয়। আমি একজন নারী, একজন নারী হয়ে আমি নির্বাচন করেছি। আর ট্রলকারীদের উদ্দেশে বলব, কাউকে ট্রল করবেন না, প্লিজ। কাছের কেউ নির্বাচন করলে তখন আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পারবেন, কতটা কঠিন।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭