ওয়ার্ল্ড ইনসাইড

সৌদির সিদ্ধান্তে কমলো জ্বালানি তেলের দাম


প্রকাশ: 08/01/2024


Thumbnail

সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণের করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ১ ডলারেরও বেশি। 

ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুসারে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৮০ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭২ দশমিক ৮১ ডলারে। আগের দিন রোববারের তুলনায় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ দশমিক ২১ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ১ দশমিক ৩৫ ডলার এবং গড়ে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ১ ডলারের বেশি।

ডলারের দাম লাগামহীন ভাবে বাড়তে থাকায় উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো গত এক বছরেরও বেশি সময় ধরে তেল কেনা কমিয়েছে। এছাড়া লোহিত সাগরে জাহাজে হামলার ফলে তেল রপ্তানিতে বাধা পড়ছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে চলছে মন্দাভাব।

বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এছাড়া তেল রপ্তানিকারক দেশসমূহের জোট ওপেকের সদস্য সৌদি। ফলে তাদের সিদ্ধান্তের প্রভাব রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে।  

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১ দশমিক ৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন। রোববার আরামকো এই সিদ্ধান্ত জানানোর পর সোমবারই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭