ইনসাইড পলিটিক্স

এমপি হয়েও দ্বাদশ নির্বাচনে ৫৫ প্রার্থীর ভরাডুবি


প্রকাশ: 09/01/2024


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া ৫৫ জন প্রার্থী দ্বাদশ নির্বাচনে পরাজিত হয়েছেন। এদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রীও রয়েছে।

জানা যায়, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের ২৬ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছে ১৩ জন এমপি। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) বর্তমান ১২ জন সংসদ সদস্যও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করে হেরেছেন। অন্যদিকে ১৪ দলের শরিকদের মধ্যে ৩ প্রার্থী ভোটে হেরেছেন।

তথ্যসূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২টি আসনে। জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। এছাড়াও কল্যাণ পার্টি পেয়েছে ১টি আসন।

নৌকা প্রতীক নিয়ে পরাজিত ২৬ সংসদ সদস্য হলেন:

হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যশোর-৫ (মনিরামপুর) আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঢাকা-১৯ আসনে (সাভার ও আমিনবাজারের একাংশ) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বাকি প্রার্থীরা হলেন- নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অসীম কুমার উকিল, মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আবদুস সোবহান মিয়া, মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনে মৃণাল কান্তি দাস, বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) ধীরেন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, যশোর-৬ (কেশবপুর) আসনে শাহীন চাকলাদার, গাজীপুর-৫ (সদর-কালীগঞ্জ) আসনে মেহের আফরোজ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাব জর্জ, শেরপুর-১ আসনে আতিউর রহমান আতিক, ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-৬ আসনে মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ আসনে হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-১১ আসনে কাজিম উদ্দিন আহমেদ, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে হেরেছেন রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম ও ঝিনাইদহ–২ আসনে তাহজীব আলম সিদ্দিকী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ১৩ সংসদ সদস্য হলেন:

গাইবান্ধা-৪ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মো. ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ আসনে মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৪ আসনে এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আজম খান, জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসান, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন, হবিগঞ্জ-২ আসনে আবদুল মজিদ খান, সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহমেদ, যশোর-৪ আসনে রণজিত কুমার রায়, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।

জাতীয় পার্টির পরাজিত ১২ সংসদ সদস্য হলেন:

ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেন, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান ও নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান এবং বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে মসিউর রহমান (রাঙ্গা), পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজী।

১৪ দলের পরাজিত তিন সংসদ সদস্য হলেন:

পিরোজপুর-২ আসনে ১৪ দলের শরিক জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, কুষ্টিয়া-২ আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ ছাড়া মুন্সিগঞ্জ–১ আসনের সংসদ সদস্য বিকল্পধারার মাহি বি চৌধুরীও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭