ইনসাইড বাংলাদেশ

মওদুদের সঙ্গে দেখা করলেন না শর্মিলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/04/2018


Thumbnail

ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে দেখা করলেন না শর্মিলা রহমান সিঁথি। দারোয়ানকে দিয়ে জানিয়ে দিলেন, ‘এখন ব্যস্ত, দেখা হবে না।’ এর দুই ঘণ্টা পরই বিকেল ৫ টায় দেখা করলেন বেগম জিয়ার আরেক আইনজীবী এ জেড মোহাম্মদ আলীর সঙ্গে। ঘটনাটি আজ রোববারের।

লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসার সংক্রান্ত কিছু কাগজপত্র এনেছেন প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এই সব কাগজপত্র বেগম জিয়ার অসুস্থতার প্রমাণ। এই মেডিকেল রিপোর্টে আগামী মে মাসে বেগম জিয়াকে আবার চিকিৎসক দেখবেন বলে বলা হয়েছিল। রোববার সকালেই শর্মিলা ডাক্তারি কাগজপত্রগুলো তাঁর কাছ থেকে নেওয়ার জন্য একজন আইনজীবীকে পাঠাতে বলেন। টেলিফোনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে এই অনুরোধ করেন সিঁথি। রিজভী সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন খোকনকে টেলিফোনে একথা জানান। খোকনের সিনিয়র ব্যারিস্টার মওদুদ আহমেদ। খোকন বিষয়টি মওদুদকে অবহিত করেন। ব্যারিস্টার মওদুদ মাহাবুব উদ্দিন খোকনকে বলেন, ‘আমি গুলশানের দিকেই আছি। আমিই দেখা করে কাগজগুলো নেবো।’ ব্যারিস্টার মওদুদ বিকেল ৩ টা নাগাদ গুলশানে শর্মিলা রহমানের সঙ্গে দেখা করতে যান। কিন্তু শর্মিলা দেখা করতে অস্বীকৃতি জানান। এরপর রিজভী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীকে কাগজগুলো সংগ্রহের অনুরোধ করেন। বিকেল ৫ টায় গিয়ে মোহাম্মদ আলী শর্মিলার কাছ থেকে কাগজগুলো গ্রহণ করেন। 


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭