ইনসাইড গ্রাউন্ড

ভারতকে উড়িয়ে সিরিজ অজিদের


প্রকাশ: 10/01/2024


Thumbnail

প্রথম ম্যাচ হেরে ভারত নারী ক্রিকেট দল দারুণ আত্মবিশ্বাসী ছিল সিরিজ জয়ের ব্যাপারে। কিন্তু, নারী বা পুরুষ যারাই হোক দলটির নাম যে অস্ট্রেলিয়া। তাই প্রথম ম্যাচে হারের পর পরের দুই ম্যাচে ঠিকই তারা ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছেন। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অ্যালিসা হিলির দল।

মুম্বাইয়ের পাতিল স্পোর্টস একাডেমিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে হারমানপ্রীত কৌরের দল। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দলকে বড় ব্যবধানে জয় এনে দেয়ার পথে ফিফটি তুলে নেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি।

রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন হিলি ও মুনি। প্রথম ১০ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ৮৫ রান। ৩৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৫ রান করে দীপ্তি শর্মার বলে এলবিডব্লিউ হন অধিনায়ক হিলি। তার বিদায়ে রানের গতি কিছু মন্থর হয়ে আসে।

তবে একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুনি। তাকে সঙ্গ দেয়া তাহলিয়া ম্যাগ্রা ১৫ বলে ২০ রান আর ফোয়েবি লিচফিল্ড ১৩ বলে ১৭ রান করেন। পূজা ভাস্ত্রকরের সুইং মিস করে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন এলিসা পেরি। ৪৫ বলে ৫ চারের মারে ৫২ রানে অপরাজিত থাকেন মুনি। পূজা ২৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল ভারত। শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানাদের ব্যাটে চড়ে বড় লক্ষ্যের দিকে হাঁটছিল তারা। কিন্তু আন্নাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহামের তোপে বেশিদূর এগোতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন রিচা ঘোষ। ২৮ বল মোকাবিলায় ৩ ছক্কা ও ২ চারে সাজানো ছিল তার ইনিংস। শেফালি ১৭ বলে ২৬ আর স্মৃতি ২৮ বলে ২৯ রান করেন।

অজিদের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন সাদারল্যান্ড ও ওয়্যাহাম। এদিন ১ উইকেট তুলে নারীদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান মেগান শাট। ১০৪ ইনিংসে তার শিকার ১৩১ উইকেট। এর আগে ১৩৪ ইনিংসে ১৩০ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন পাকিস্তানের নিদা দার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭