ইনসাইড গ্রাউন্ড

সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি


প্রকাশ: 10/01/2024


Thumbnail

প্রথমবারের মতো সাংসদ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফি হয়েছেন দ্বিতীয়বারের মতো। আজকে তারা শপথও নিয়েছেন সাংসদ হিসেবে। ক্রিকেটের এই দুই সাংসদকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কথা জানিয়েছেন বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

রাজনীতির ময়দানে প্রথমবার মাঠে নেমে বাজিমাত করেছেন সাকিব। বিপুল ভোটে জিতেছেন মাগুরা-২ আসন থেকে। ২০১৮ সালে একই অভিজ্ঞতা হয়েছে মাশরাফির। নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেট মাঠের এই দুই তারকাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে। মাঠের ক্রিকেটের পর জনপ্রতিনিধি হিসেবে তাদের যে জনপ্রিয়তা তাতে অভিভূত বিসিবি।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা দুজনকেই স্বাগত জানাই। এখন হয়তো তাদের খেলা আছে। তবে একটা পর্যায়ে তারা খেলা ছেড়ে দেবে। সাকিবও হয়তো কয়েক বছরের মধ্যে খেলা ছেড়ে দেবে। তখন আমার মনে হয়, তারা পূর্ণ সময় দিয়ে নিজের এলাকার জন্য, দেশের জন্য কাজ করবে এবং ভালোই করবে। আমার মনে হয়, তারা এই সিদ্ধান্ত যে নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত।’

‘আমরা এখনও (সংবর্ধনা দেওয়ার ব্যাপারে) চিন্তা ভাবনা করিনি। হয়তো সামনে যে বোর্ড সভা আছে, তখনই... অবশ্যই তাদের (মাশরাফি ও সাকিব) সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব, সেটা এখনই বলতে পারছি না।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭