ওয়ার্ল্ড ইনসাইড

জেলেনস্কির আকস্মিক বাল্টিক অঞ্চল সফর


প্রকাশ: 11/01/2024


Thumbnail

লিথুয়ানিয়ায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকস্মিক এই সফরে তিনি বাল্টিক অঞ্চলের তিন রাষ্ট্রে সফর করবেন। তার এই সফরে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বুধবার জেলেনস্কি তার টুইটার হ্যান্ডলে বলেন, তিনি এর পর লাটভিয়া ও পরে এস্তোনিয়া যাবেন। পোস্টে তিনি লেখেন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ, আমি তালিন ও রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি। 

তার এই সফরের এজেন্ডায় রয়েছে- নিরাপত্তা, ইইউ ও ন্যাটোভুক্ত হওয়া, ইলেকট্রনিক প্রতিদ্বন্দ্বিতা এবং ড্রোন বিষয়ে সহযোগিতা এবং ইউরোপীয় সমর্থনের পরবর্তী সমন্বয়।

সূত্র: আল জাজিরা, সিএনএন



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭