ইনসাইড পলিটিক্স

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি পুলিশ : ডিএমপি


প্রকাশ: 12/01/2024


Thumbnail

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি এমনটাই দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত প্রমাণ পুলিশের কাছে আছে বলেও দাবি করা হয়।

বৃহস্পতিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে পুলিশ তালা দিয়েছে বলে যে দাবি বৃহস্পতিবার সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেছেন, তা সত্য নয়।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, আড়াই মাস পর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের নিয়ে তালা ভেঙে দলের কার্যালয়ে ঢোকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী সকালে একটি হাতুড়ি দিয়ে বিএনপি কার্যালয়ের মূল ফটকের তালা ভাঙেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তার অভিযোগ, গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ তাণ্ডব চালিয়েছিল। এরপর পুলিশ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। দুই মাসের বেশি সময় পুলিশ কাউকে ঢুকতে দেয়নি, আশপাশে ভিড়লেও তাদের আটক করে নিয়ে গেছে। পুলিশ চাবি না দেওয়ায় তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭