ইনসাইড গ্রাউন্ড

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা


প্রকাশ: 12/01/2024


Thumbnail

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলে বার্সা। শেষ পর্যন্ত রবার্ট লেভানডোফস্কি ও লামিনে ইয়ামালের গোলে ওয়াসুনার বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।

আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের অপেক্ষা ছিল ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাচ্ছে, বার্সেলোনা না ওসাসুনা? অবশেষে তারা বার্সেলোনাকেই পেল।

অষ্টম মিনিটে ভালো একটা সুযোগও পেয়ে যায় তারা। তবে বক্সের বাইরে থেকে ফেরান তোরেসের নেওয়া ডান পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

সুযোগ এরপরও অনেকগুলোই পেয়েছে বার্সা। তবে কাজে লাগাতে পারেনি একটিও।

উল্টো গোলপোস্টে প্রথম শট নেয় ওসাসুনা। তবে আন্তে বুদিমিরের বাঁ পায়ের শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক ইনাকি পেনা।

প্রথমার্ধ গোলশূন্য নিয়ে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সা।

গোলের দেখা পায় ম্যাচের ৫৯তম মিনিটে। ইলকাই গুন্ডোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালের জড়ান লেভানডোফস্কি।

৬৮ মিনিটের সময় জোয়াও ফেলিক্সের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ওসাসুনা গোলরক্ষক। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেলিক্সের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল।

আগামী রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে বার্সা।প্রথম সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭