ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিপরিষদের শ্রদ্ধা


প্রকাশ: 12/01/2024


Thumbnail

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এরপরে শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শপথগ্রহণ করেন এবারের নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যরা। এবারে মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭