ইনসাইড বাংলাদেশ

হতদরিদ্রের হার শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো: সমাজকল্যাণ মন্ত্রী


প্রকাশ: 12/01/2024


Thumbnail

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।’

তিনি বলেন, ‘মিথ্যার ওপর সত্যের জয় হয়েছে। এ জয় সততার। আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমার পক্ষ থেকে এলাকার উন্নয়নে আরও অনেক কিছু করার আছে। আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো। আপনাদের সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করবো।’

নতুন দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন মন্ত্রণালয়ে যাবো রবিবার। তারপর বুঝবো নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন; এটা সেই মন্ত্রণালয়। নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করা হবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭