ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের দল চূড়ান্তে বিপিএলে দৃষ্টি নির্বাচকদের


প্রকাশ: 13/01/2024


Thumbnail

গেল বছর ওয়ানডে বিশ্বকাপের শিক্ষা নিয়ে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে একই ভুল করতে চায় না বিসিবি। তাই শুধু পরিকল্পনাতেই নয়, বাস্তবায়নেও সজাগ নির্বাচকরা। তাই দল নিয়ে এবার আর শেষ মুহূর্তে কোনো পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

২০২৩ সালে টি-টোয়েন্টিতে দারুণ উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ। ১২ ম্যাচের নয়টিতেই জয়। তবুও দু'একটা স্লট এখনও চূড়ান্ত নয়। এজন্য বিপিএলেই দৃষ্টি নির্বাচক প্যানেলের। শ্রীলঙ্কা সিরিজেই হবে যার বাস্তবায়ন। বিশ্বাস টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পাবেন শামীম-আফিফরা।

এ ব্যাপারে গণমাধ্যমকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আশা করি, ওরা একটু ওপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু ওপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। টি-টোয়েন্টি দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে।’

গুঞ্জন উঠেছিল বিশ্বকাপের বছর বলেই ডিপিএলেও থাকতে পারে টি-টোয়েন্টি ফরম্যাট। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিলেন বাশার।

তিনি বলেন, ‘এবার ওরকম পরিকল্পনা নেই। সম্ভবত ৫০ ওভারের ক্রিকেটই হবে। কিন্তু টি-টোয়েন্টি খেলার সুযোগ আছে আমাদের। বিপিএল, প্রিমিয়ার লিগের পর বেশ কিছু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার সেটা আমরা পাব।'

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭