ইনসাইড বাংলাদেশ

মাঝরাতে কালো গাড়িতে নিরুদ্দেশ ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2018


Thumbnail

বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক শেষ হলো রাত ৯টা নাগাদ। এরপর নেতাদের নিয়ে প্রেস ব্রিফ করলেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনের পরপরই নেতারা সব বেরিয়ে গেলেন। চেয়ারপারসনের কার্যালয়ে থেকে গেলেন মির্জা ফখরুল। কিছুক্ষণ এটা সেটা করলেন। কার্যালয়ে একজন স্টাফ জানতে চাইলেন, তিনি কখন যাবেন? অস্থির হয়ে টেলিফোনের দিকে তাকাচ্ছিলেন বারবার। আধাঘণ্টা পর এলো সেই কাঙ্ক্ষিত ফোন। মাত্র কয়েক সেকেন্ড কথা বলেই, হন্তদন্ত হয়ে বেরুলেন অফিস থেকে।

অফিসের বাইরে তখনো কর্মীদের জটলা। এত কর্মীকে দেখে একটু বিরক্তি প্রকাশ করলেন বিএনপি মহাসচিব। তোমরা এত রাতে কী করো? এরপর পুলিশ তোমাদের ধরলে আমাকে বলবে না।’ মির্জা ফখরুল গাড়িতে উঠলেন। অন্য সময় তার বিশ্বস্ত দুই তিনজন কর্মী সঙ্গে থাকে। কিন্তু আজ তিনি কাউকেই নিলেন না। রীতিমতো ক্ষেপে গেলেন। গুলশান অফিস থেকে দ্রুত গাড়ি ছুটল। কিছুদূর যেতেই মির্জা উঠলেন ওই গাড়িতে। দূর থেকে কর্মীরা দেখল কিনা জানা যায়নি। তবে, কাছেই অন্য কারও অপেক্ষায় থাকা দুই বিএনপি নেতা দেখলেন কালো কাচে ঘেরা গাড়িতে হারিয়ে গেলেন ফখরুল। সঙ্গে সঙ্গে গাড়ি দ্রুত অদৃশ্য হয়ে গেলেন। এসময় তাঁর মোবাইলও বন্ধ হয়ে গেল। মধ্যরাতে ওই কালো গাড়ি তাঁকে তাঁর বাসায় নামিয়ে দিলো। কোথায় গিয়েছিলেন মির্জা ফখরুল?

সকালে জানা গেল, অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭