ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আরও দুই দেশের প্রেসিডেন্টের অভিনন্দন


প্রকাশ: 15/01/2024


Thumbnail

নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্টের আবদেল ফাত্তাহ আল সিসি এবং আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় সিসি বলেন, মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি নিশ্চিত যে আমাদের পারস্পরিক সুবিধার জন্য আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলোতে বৃদ্ধি পাবে।

মিশরের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‌‘আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।’

টেববুনে বলেন, ‘এই উপলক্ষে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই।’
আবদেলমাদজিদ টেববুনে শেখ হাসিনাকে আলজেরিয়ায় সরকারি সফরের আবারও আমন্ত্রণ জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭