ইনসাইড বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ইউটার্ন: ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শরিক হতে আগ্রহ প্রকাশ


প্রকাশ: 16/01/2024


Thumbnail

নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে, ভিসা নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আসতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। বিশেষ করে নির্বাচনের আগে আগে পিটার হাসের তৎপরতা তেমনই আশঙ্কার জন্ম দিয়েছিল কোনো কোনো মহলে। এছাড়াও নতুন সরকারের স্বীকৃতির বিষয়টিও বিভিন্ন ভাবে আলোচিত ছিল। শেষ পর্যন্ত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকারকে স্বীকৃতি দিবে না এমনটাই ধারণা ছিল অনেকের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি। গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন সরকারের সঙ্গে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে বার্তাও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় নতুন সরকারকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে উপস্থিত হন পিটার হাস।

সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

জানা গেছে, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করবে, তা নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন পিটার হাস। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক এবং সম্ভাবনার সম্পর্ককে আরও বেশি সম্প্রসারিত করতে আগ্রহী দেশটি।

এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি এবং এক সঙ্গে কীভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আমরা কথা বলেছি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে আমেরিকার প্রচুর বিনিয়োগ রয়েছে। গত পাঁচ বছরে এ খাতে ২৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। আবার বাংলাদেশে এখন ওরাকল, মাইক্রোসফটসহ বেশ কিছু আইটি কোম্পানি কাজ করছে। আরও অনেক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আকর্ষণ করতে চাই। সর্বশেষ সাইবার সিকিউরিটি নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন, সেগুলো নিয়ে কথা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭