ইনসাইড বাংলাদেশ

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন


প্রকাশ: 16/01/2024


Thumbnail

দ্বাদশ সংসদে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অভিনন্দন বার্তায় ওয়াং ই লিখেছেন চীন ও বাংলাদেশ প্রতিবেশী দেশ যাদের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেছে। পারস্পরিক সুবিধা এবং জয় অর্জন করেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। 

চীন-বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে ওয়াং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার  প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭