ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় এসিআই অটোতে অভিযান, জরিমানা ১ লাখ


প্রকাশ: 17/01/2024


Thumbnail

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বরসতিপুর এলাকায় অতিরিক্ত আতপ চাল মজুদের দায়ে এক লাখ জরিমানা করেছে জেলা প্রশাসক মো: গোলাম মওলা। অনুমোদিত ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত আতপ চাল মজুদ করেছে এসিআই অটো ফুড লিমিটেড।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: গোলাম মওলা অভিযান চালানোর মাধ্যমে জরিমানা করে আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেন।

জেলা প্রশাসক মো: গোলাম মওলা বলেন- এসিআই অটো ফুড লিমিটেডের চালের মিলে অভিযান পরিচালনা করে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুদের সত্যতা পাওয়া যায়। এ কারণে মিলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও চালের বস্তার গায়ে বিক্রয় মুল্যের চেয়ে অতিরিক্ত বেশি মুল্য লেখায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মুল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে। 

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭