ইনসাইড পলিটিক্স

তৃণমূলের সংঘাত নিয়ে আ.লীগের যত দুশ্চিন্তা


প্রকাশ: 18/01/2024


Thumbnail

আর কিছুদিনের মধ্যেই সারা দেশে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। যে কোনো সময় তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভোটের আগে তৃণমূলে দলীয় কোন্দল নিয়ে বেশ চিন্তিত আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের জন্য। অনেক এলাকায়ই চরম বিভক্ত হয়ে পড়েছে সংগঠন। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা নেতাকর্মীদের মধ্যে বিভক্তি বেড়েই চলেছে। কোথাও কোথাও হামলা, ভাঙচুর ও সংঘর্ষের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাল্টাপাল্টি মামলা। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব ও সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় নেতাদের।

পরিস্থিতি আমলে নিয়ে কোন্দল নিরসনে শিগগির জেলা-উপজেলায় বর্ধিত সভা এবং কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফরের মাধ্যমে সংকট সমাধানের চিন্তা-ভাবনা করছে দলটি। তার পরও কাজ না হলে নেতাদের পদ থেকে অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া এমনকি বহিষ্কারের মতো চূড়ান্ত সিদ্ধান্তও নিতে পারে আওয়ামী লীগ। কোন্দলে লিপ্তদের এভাবে চাপে রাখার কৌশল নিতে যাচ্ছে ক্ষমতাসীনরা। দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘাত এড়াতে জাতীয় নির্বাচনের মতো বিএনপি অংশ না নিলে উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় নির্বাচন জমজমাট করতে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচনে অংশ নেন কয়েকশ স্বতন্ত্র প্রার্থী। এর মধ্য দলের বর্তমান এমপি, মন্ত্রিসভার সদস্যসহ দলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে ৬২ জন নির্বাচিত হন। এর মধ্যে বেশিরভাগ নির্বাচনী এলাকায়ই দলের মধ্যে চরম বিভক্তি তৈরি হয়েছে। এ ছাড়া নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন, এমন অনেক এলাকায়ও স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে দলে বিবদমান দুটি ধারা তৈরি হয়েছে। এই বিভক্তি উপজেলা নির্বাচনে আরও প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা নীতিনির্ধারকদের।

নেতাকর্মীদের মধ্যে এই দ্বন্দ্ব ও বিভেদ আঁচ করতে পেরেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবাইকে মনোমালিন্য, দুঃখ-বেদনা, যা-ই থাকুক না কেন তা ভুলে ঐক্যবদ্ধ হতে নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, নির্বাচনে হার-জিত, কষ্ট ভুলে এক হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, জনগণের সঙ্গে, জনগণের কল্যাণে, মানুষের জন্য। দলীয় প্রধানের এই আহ্বানে দলের ঐক্য ফিরিয়ে আনতে কতটা কার্যকর হবে, তা নিয়ে ভাবছেন দলের নীতিনির্ধারকরা। তবুও দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিগগির কর্মসূচি ঘোষণা করবে দলটি। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে কোন্দল-সংঘাত বন্ধে দলের কেন্দ্রীয় নেতারা জেলা-উপজেলার নেতাদের দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য কালবেলাকে বলেন, দ্বন্দ্ব কোন্দলের প্রভাব যেন উপজেলা নির্বাচনে না পড়ে সেজন্য চেষ্টা করছি। উপজেলা নির্বাচনের আগেই এসব বিভেদ দূর করা হবে। দলীয় উদ্যোগ নেওয়া হয়েছে, আরও বিশদ আকারে কর্মসূচি নেওয়া হবে।

জানা গেছে, নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় কোন্দল আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দশ দিন পেরিয়ে গেলেও সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ নাটোর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, রংপুর, বরগুনা, বরিশাল, চাঁপাইনবাগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়সহ অন্তত দুই ডজন জেলায় নির্বাচন-পরবর্তী হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনকেন্দ্রিক এসব দ্বন্দ্ব সংঘাতে চারজন নিহত ও আহত হয় কয়েকশ মানুষ। যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক।

গতকাল মঙ্গলবার, বরিশাল-৪ আসনের হিজলায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। একই দিন নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়। আওয়ামী লীগ থেকে নির্বাচিত গোলাম দস্তগীর গাজী ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার কর্মী-সমর্থকরা এই সংঘাতে জড়ায়। এ ছাড়া, গত এক সপ্তাহে নোয়াখালী, ঝিনাইদহ, নেত্রকোনা ও মাদারীপুরে চারজন নিহত হন।

জানা গেছে, নির্বাচনে কমিশনের তালিকা অনুযায়ী ৪৮৫টি উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য রয়েছে, যেগুলো নির্বাচনের পর মেয়াদ পূর্ণ হয়েছে বা মেয়াদ পূর্ণ হতে চলেছে। গত উপজেলা নির্বাচনের মতো এবারও কয়েকধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চ মাসের ১০ তারিখে রোজার পূর্বেই শুরু হবে উপজেলা নির্বাচন।

এ উপলক্ষে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে জাতীয় নির্বাচনেও দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন এসব প্রার্থীরা। সারা দেশের বিভিন্ন উপজেলাগুলোতে এরই মধ্য পোস্টার সাঁটানো, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ভোটারদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনানুষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির কর্মকাণ্ড শুরু হয়েছে।

আওয়ামী লীগের এক নেতা কালবেলাকে বলেন, জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের অনুমতির মাধ্যমে দীর্ঘমেয়াদে দলের কোন্দলকে উসকে দেওয়া হয়েছে। এর প্রভাব উপজেলা নির্বাচনসহ সব স্থানীয় সরকারের নির্বাচনে পড়বে। এজন্য দলকে ভুগতে হতে পারে।

নেতারা বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন, হার-জিত মেনে নিয়ে কাজ শুরু করতে বলেছেন। সভাপতির এমন ঘোষণার পরও দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে দ্বন্দ্ব-সংঘাত মিটিয়ে ফেলা জরুরি। সেটি করতে না পারলে দলের তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কালবেলাকে বলেন, দলের মধ্য কিছু দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থাকতে পারে, তবে সেটা যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয়। এরকম ঘটলে কঠোর হস্তে দমন করবে। নেতাকর্মীরা যদি সংঘাতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়, তাহলেও আওয়ামী লীগ দলীয় শৃঙ্খলা ফেরাতে যা করার দরকার তাই করবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ দলের এসব কোন্দল ও দ্বন্দ্ব মেটাতে সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য এক যৌথ সভার মাধ্যমে দলের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোকে দলীয় কর্মকাণ্ড, সম্মেলন ও কমিটির কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া নেতাকর্মীদের চাপে রাখাতে নতুন কৌশল নিতে যাচ্ছে দলটি। এজন্য শিগগির জেলা-উপজেলায় বর্ধিত সভা করবে দলটি। দ্বন্দ্বে জর্জরিত স্থানে সফর শুরু করবে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাতেও কাজ না হলে সংশ্লিষ্ট কমিটি ভেঙে দেওয়া, নেতাদের পদ থেকে অব্যাহতির পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীনদের। গতকাল বুধবার দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ একটি রুদ্ধদ্বার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

এরই মধ্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্য নির্বাচনী দ্বন্দ্ব বন্ধ করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছে। তবে বিবদমান এসব আসনে দলীয় সফরের মাধ্যমে সংঘাত নিরসনের জন্য প্রতিনিধিদল পাঠানোসহ বিশদ কর্মসূচি গ্রহণ করা হতে পারে দলের কার্যনির্বাহী সংসদের সভায়। এ মাসেই অনুষ্ঠিত হবে দলের নীতিনির্ধারণী কমিটির বৈঠক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্ররা নির্বাচনে অংশ নিয়েছে। এজন্য কিছু জায়গায় কোন্দল তৈরি হয়েছে। উপজেলা নির্বাচনের আগেই এসব সমস্যার সমাধান করতে হবে। এসব নিরসনে শিগগির জেলা সফর, বর্ধিত সভার মতো কর্মসূচি হাতে নেওয়া হতে পারে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭