ইনসাইড বাংলাদেশ

অসুস্থ বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/04/2018


Thumbnail

একের পর এক ‘অসুস্থ’ হয়ে পড়ছেন বিএনপির নেতারা। নেতাদের অসুখে ‘অসুস্থ’ হয়ে পড়েছে দলটি। তবে এসব অসুখ কতটা শারীরিক আর কতটা রাজনৈতিক এ নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিএনপিতেই। একের পর এক অসুস্থতায় বিএনপি একটি দিকভ্রান্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সর্বশেষ দলের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ সোমবার অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে। গত ২৮ মার্চ থেকে তাঁর অসুস্থতার খবরে গণমাধ্যম তোলপাড়। কারাগারে তাঁকে সিভিল সার্জন পরীক্ষা করেছেন। এরপর গত রোববার ডা. মো. শামসুজ্জামানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। কিন্তু না জেল কর্তৃপক্ষ, না বেগম জিয়ার পরিবার-কেউই ‘অসুখ’ নিয়ে খোলাসা করে কিছু বলছে না। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে বেগম জিয়ার ‘অসুখ’ রাজনৈতিক। প্যারোল নিয়ে বিদেশে যাওয়ার উদ্দেশ্যেই অসুখ অসুখ খেলা চলছে। কারণ সিভিল সার্জন এবং ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা বলছেন, ‘তিনি তেমন অসুস্থ নন।’ বেগম জিয়া গো ধরেছেন তাঁর নিজস্ব চিকিৎসক ছাড়া অন্য চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত সরকার হয়তো তাঁকে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ দেবে। আর ব্যক্তিগত চিকিৎসকরা তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সার্টিফিকেট দেবেন- এসব গুঞ্জন এখন সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। 

বিএনপির দ্বিতীয় প্রধান নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। বেগম জিয়া গ্রেপ্তার হবার পর তাঁকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তারেক জিয়াও ‘অজ্ঞাত’ অসুখে ১০ বছরের বেশি সময় লন্ডন প্রবাসী। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়, লন্ডনে তারেক জিয়ার চিকিৎসা চলছে। সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন। বিএনপির এই বক্তব্য শুনে শিশুরাও হাঁসে। তারেক জিয়ার কি অসুখ হয়েছে যে, ১১ বছরেও তাঁর চিকিৎসা হয় না। একটি মানি লন্ডারিং মামলায় তিন বছর এবং জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ১০ বছর, মোট ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত তারেক জিয়া। একুশে আগস্টের গ্রেনেড হত্যা মামলার বিচারও শেষ পর্যায়ে। এটা বুঝতে কষ্ট হয় না যে, মামলা এবং দণ্ড এড়াতেই তারেক লন্ডনে‘অসুস্থ’ হয়ে আছেন। 

বেগম জিয়া কারান্তরীণ হবার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের হাল ধরেন। গত প্রায় দুমাসে আলোচিত সমালোচিত মির্জা ফখরুল। সোমবার সকালে অজানা অসুখে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। ফখরুলের পরিবার কিংবা ইউনাইটেড হাসপাতাল কেউ তাঁর অসুখ সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দলের মধ্যে নানা কোন্দলে চাপে ছিলেন বিএনপি মহাসচিব। তাঁকে অসহযোগিতা করেছিলেন দলের সিনিয়র নেতারা। এর মধ্যে লন্ডন থেকে আসেন প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান। শর্মিলা ঢাকায় আসার পর একেবারে কোনঠাসা হয়ে পড়েন মির্জা ফখরুল। বিএনপি আবার জিয়া পরিবারের দখলে চলে যায়। এ অবস্থায় সরে যেতেই কি মির্জা ফখরুল ‘অসুস্থ’ হলেন? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যও অসুস্থতার কারণে দলীয় কার্যক্রমে অনুপস্থিত। এরা হলেন তরিকুল ইসলাম এবং ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া। বেগম জিয়া বাহিরে থাকা অবস্থায় তাও তাঁরা স্থায়ী কমিটির মিটিংগুলোতে যোগ দেননি, এখন এসব বৈঠকেও তাঁরা অনুপস্থিত। বিএনপির প্রথম সারির নেতাদের অসুখে বিএনপিই এখন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ এই দলটি এখন এগুবে কীভাবে, সেটাই দেখার বিষয়। 



Read in English- https://bit.ly/2H3EaXu

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭