ইনসাইড বাংলাদেশ

৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 18/01/2024


Thumbnail

আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। এর আগে তাকে আমন্ত্রণ জানান ভারতের হাইকমিশনার। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই এ তথ্য জানান।

দিল্লি সফরে আলোচনায় কোনো বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনও রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকৃত পক্ষে গবেষণা না করে প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি কারও পক্ষে কাজ করবে না এমনটা আশা করছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এবার যেমন বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে, অতীতের কোন কমিশন করেনি। নির্বাচনে আসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যখন রিপোর্ট হয় উদ্দেশ্য প্রণোদিত, তখন তা রাষ্ট্রের কোন কাজে আসেনা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭