ইনসাইড গ্রাউন্ড

ম্যাথুসকে ‘টাইম আউট’-এর বুদ্ধি কে দিয়েছিলেন?


প্রকাশ: 18/01/2024


Thumbnail

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পারফর্মেন্সে আলোচনার জন্ম দিতে না পারলেও টাইম আউট নিয়ে দারুণ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই টাইম আউটে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ওই সময়ই বার বার প্রশ্ন এসেছিল সাকিবকে টাইম আউটের বুদ্ধি কে দিয়েছিলেন। সাকিবও খুব কৌশলে এর উত্তর দেননি। তিনি তার সতীর্থের নামটি বলতে চাননি।

২০২৩ সালের ৬ নভেম্বর দিল্লিতে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় আসে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এর আগে দেখা যায়নি। এবার সেই আউট নিয়ে মুখ খুলেছেন শান্ত।

কারণ, শান্তই যে সাকিবকে প্রথম এই টাইম আউটের আইডিয়াটি দিয়েছিলেন। এবার সেই আউট নিয়ে পুরো রহস্যের উন্মোচন করেছেন এই বাংলাদেশি ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাতকারে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ওই ম্যাচটিতে আমাদের জয় দরকার ছিল। নাহলে আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারতাম না। ফলে বিষয়টি ছোটখাটো ছিল না। আর এমন আউট যদি চেতনার বিরুদ্ধে যায়, তাহলে আইনে রাখা হয়েছে কেন?’

শান্ত বলেন, ‘আমি যে ক্রিকেটের অনেক আইন জানি, বিষয়টি তেমন নয়। সুযোগ পেলে জানার চেষ্টা করি। আর এই আউট সম্পর্কে সবারই ধারণা আছে। কিন্তু ধারণা থাকলেও অনেকে লজ্জায় আবেদন করেন না। আমরা শুরু করার পরে বেশ কয়েকবার এমন ঘটনা সামনে এসেছে। এখন দেখবেন এটা নিয়ে আলোচনা কমে যাবে। বাংলাদেশ দল করেছে বলেই এত কথা হয়েছে, বড় কোনো দল করলে হতো না।’

বাংলাদেশি এই ব্যাটসম্যান আরও বলেন, ‘যখন ম্যাথুস উইকেটে আসতে দেরি করছিলেন, তখন আমি আম্পায়ারের সঙ্গে টাইমড আউট নিয়ে কথা বলি। তিনি বলেছিলেন, নিয়ম অনুযায়ী তোমরা আপিল করলে ও আউট। কিন্তু তোমরা তো আপিল করবে না। তখন আমি সাকিব ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই, এখন কিন্তু আপিল করলে ম্যাথুস আউট। সাকিব ভাই চমকে উঠে বলেন, তাই নাকি! তখন আপিল করা হয়।’

হেলমেটের ফিতা ছেঁড়ার বিষয়ে শান্ত বলেন, ‘ম্যাথুস কিন্তু আসতেই দেরি করেছে। ও যখন ক্রিজেও আসেনি, ক্রিজ থেকে ৮-১০ স্টেপ দূরে, তখনই আমি আম্পায়ারকে বলি এবং আম্পায়ারও বলেছেন আপিল করলে সে তখনই আউট। সেদিন এমন যদি হতো একজন খেলোয়াড় অসুস্থ, চোট পেয়েছে, পায়ে ব্যথা, সেটা ভিন্ন কিছু ছিল। ম্যাথুস মাঠে নামতেই দেরি করেছিলেন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭