ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনকালীন সংহিসতা নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা


প্রকাশ: 19/01/2024


Thumbnail

যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের ভোট নিয়ে প্রশ্ন তুলে এবার নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানিয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহ নানা ইস্যুতে দেশটি তাদের অংশীদারিত্ব বজায় রাখবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানান।

খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারির প্রশ্নের জবাবে মিলার বলেন, 'বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা নিয়ে এখনও আমরা উদ্বিগ্ন। আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে- এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।'

এসময় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ জানিয়ে মিলার বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই। সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আমরা সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাবো, তারা যেনো সহিংসতা পরিহার করে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭