ইনসাইড গ্রাউন্ড

চতুর্থ বাংলাদেশী হিসেবে যে কীর্তি শরীফুলের


প্রকাশ: 19/01/2024


Thumbnail

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচেই এই চমক দেখালেন পেসার শরীফুল ইসশলাম। তিনি হ্যাট্রিক করেছেন গত আসরের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। গত আসরে কোনও হ্যাট্রিক হয়নি। তবে এবার প্রথম ম্যাচেই দেখা মিললো হ্যাট্রিকের।

ঢাকা-কুমিল্লার মধ্যকার ম্যাচের শেষ ওভারে প্রথম বলটি ডট দিলেও শরিফুল ইসলামের ওপর চড়াও হয়েছিলেন খুশদিল শাহ। প্রথম তিন বলে ২টি ছক্কা হজম করা শরিফুল পরের তিন বলে কিনা তুলে নিলেন টানা তিন উইকেট। এতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন এই বাঁহাতি পেসার। সব মিলিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই নজির গড়লেন তিনি।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আজ শুরু থেকেই দারুণ বোলিং করেন শরিফুল। প্রথম ৩ ওভারে ১৫ রান দিয়ে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। ইনিংসের শেষ ওভারে বল করতে এসে তৃতীয় বলে ফেরান খুশদিলকে। এরপর রসটন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শরিফুল।

তিন ব্যাটারই ফেরেন শরিফুলের ওপর চড়াও হতে গিয়ে, ক্যাচ দিয়ে।

আল আমিন হোসেন, আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর পর বিপিএলে বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন শরিফুল। সব মিলিয়ে দশ আসরে এটি বিপিএলের সপ্তম হ্যাটট্রিক। বাকি তিনটি মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেলের।

শরিফুলের আজকের হ্যাটট্রিকটি স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের করা অষ্টম হ্যাটট্রিক। একমাত্র আল আমিনের আছে দুইটি হ্যাটট্রিক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭