ইনসাইড গ্রাউন্ড

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ; ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ


প্রকাশ: 20/01/2024


Thumbnail

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ শুরু হলো বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে ভারতের যুবাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। আর শুরুতেই ভারতকে বেশ কোণঠাসা করেছে বাংলাদেশের ‍যুবারা।

২০২০ বিশ্বকাপে পচেফস্ট্রুমে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন আকবর আলীরা। সেই দক্ষিণ আফ্রিকায় এবার বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধারা। সেই জয় যে এবারের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

কাকতালীয়ভাবে, সেই ফাইনালে হারানো ভারতকে দিয়েই আরেকটি বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। ব্লুমফন্টেইনে মাঠে নামলো দুই দল। যুব এশিয়া কাপের সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। যেকোনো টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে করেছে ৩১ রান। মারুফ মৃধা একাই উইকেট দুটি দখল করেছেন।

বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।

ভারত একাদশ: আদর্শ, কুলকার্নি, সাহারান (সি), মুশির, ধস, মোলিয়া, অবনীশ (উইকেটরক্ষক), অভিষেক, লিম্বানি, তিওয়ারি ও পান্ডে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭