ইনসাইড গ্রাউন্ড

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ২৫২ রান


প্রকাশ: 20/01/2024


Thumbnail

দক্ষিণ আফ্রিকার মাঠে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। টস জিতে বাংলাদেশ প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। আদর্শ সিং ও উদয় শাহরানের ফিফটিতে জুনিয়র টাইগারদের ২৫২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারত। টাইগার পেসার মারুফ মৃধা বিধ্বংসী বোলিংয়ে ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন।

শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মানগুয়ান ওভালে ৭ উইকেটে ২৫১ তুলেছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওপেনার আদর্শ সিং ৭৬ এবং উদয় শাহরানের ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস।

ব্লুমফন্টেইনের উইকেটে ঘাস থাকায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন পেসার মারুফ মৃধা। ৩১ রানের মধ্যে আরশিন কুলকার্নিকে ৭ এবং মুশির খানকে ৩ রানে বিদায় দেন এই বাঁহাতি পেসার। পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও তৃতীয় জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত যুবারা।

ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহরান ১১৬ রানের বিশাল জুটি গড়েন। দুজনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে থাকে টিম ইন্ডিয়া। দলীয় ১৪৭ রানের মাথায় আদর্শ সিংকে ৭৬ রানে আউট করেন রিজওয়ান। ভারতীয় যুব অধিনায়ককে ১৬৯ রানের মাথায় সময় বিদায় করেন টাইগার অধিনায়ক রাব্বি। আউট হওয়ার আগে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন উদয়। তারা দুজন ফিরে গেলে বড় সংগ্রহের পথে হোঁচট খায় ভারত।

আরাভেলি আবানিশ ও প্রিয়াংশু মলিয়াকে ফিরিয়ে ভারতের ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন মারুফ মৃধা। দুজনকেই ২৩ রানে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। মুরুগান অবিষেককে ফিরিয়ে প্রতিযোগিতা ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মারুফ মৃধা। তবে শেষ দিকে শচীন দাসের ২০ বলে ২৬ রানের ইনিংসে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭